Image description

বান্দরবানের আলিকদম  সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় অবৈধ অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবির সদস্যরা। শনিবার ভোরে একটি ট্রাক প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে আলীকদম বিজিবির সদস্যরা।

এ সময় অনুপ্রবেশকারীদের সহযোগিতার জন্য ৫ জনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং রোহিঙ্গাদের পুশব্যাক করে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মানবকণ্ঠ/এসআর