Image description

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস)’ যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) সরকারি বাঙলা কলেজ শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী এইচএম সাইফুল ইসলাম সাব্বির সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।

৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি মাহামুদুল হাসান মামুন, মো. রিফাত হোসেন, মো. শোয়াইব রহমান, নাহিদ হাসান। যুগ্মসাধারণ সম্পাদক তানভীর খান, এসএম মঈন উদ্দীন। সাংগঠনিক সম্পাদক শিহাব আল নাছিম, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত জামিল, সানজিদ হাসনাত। অর্থ সম্পাদক জিসান আহমেদ কাব্য। দপ্তর সম্পাদক ফাউজিয়া ফায়রোজ আহম্মেদ প্রভা, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। প্রচার সম্পাদক সায়মা পারভীন ইলা, সহ-প্রচার সম্পাদক রাসেল রানা। মিডিয়া সম্পাদক কাজী আল তাজরীমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহজাবীন তাসনীম তিশা, তথ্য সম্পাদক মো. আরমানুজ্জামান সৈকত, সহ-তথ্য সম্পাদক ইশতিয়াক আহমেদ। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সাদিয়া বিনতে আবু হানিফ, আইন সম্পাদক তামান্না তাসনিম সিমি।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নওশীন শারমিলি, আবু মাহফুজ শুভ, আব্দুল মোমিন জিহাদী, মো. সরোয়ার, জাহিদ, কল্যাণী তনিমা রায় তন্বী, শোয়াইবুর রহমান, পাপিয়া আক্তার বর্ষা নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

মানবকণ্ঠ/এসআরএস