Image description

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাশীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে কাশীনাথপুর গ্রামের আসালত খান ও মোসলেম খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়ে। পরে তা সংঘর্ষে  রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, কাশীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সকালে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা আছে।

মানবকণ্ঠ/এসআর