Image description

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। চিকিৎসার কারণ দেখিয়ে সুস্মিতা পান্ডে আজ সোমবার দুপুরের দিকে ভারতে যাচ্ছিলেন। 

আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

আটকের বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহভাজন সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।  

আটকরা ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি বলে জানান ওসি ইব্রাহিম। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/এসআরএস