চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা আমরণ অনশন করছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে চলা এই অনশনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুলিশি বাধার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় এসআইদের এ অনশনে আজ রাত ১১টায় পুলিশি বাধার এই অভিযোগ ওঠে।
অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি বলেন, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে।
তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) পরিচয়ে আমাদের বাধা দেন। তাদের সঙ্গে এক পর্যায়ে আমাদের বাকবিতণ্ডা হয়।
রবি বলেন, অনশনে আমাদের দুই সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছে। এই শীতে দুই দিন ধরে টানা অনশন চলছে অথচ রাষ্ট্রের কোনো গুরুত্বই নেই আমাদের নিয়ে। আমরাও তো এ দেশের নাগরিক।
তিনি আরও বলেন, প্রশাসন থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। আমরা চাই এর সঠিক সমাধান হোক।
Comments