সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে সাইনবোর্ড টাঙ্গিয়ে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। নদীর বেশ কয়েকটি কোল (জলাধার) দখলে নিয়ে তারা এই খামার তৈরি করে । স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের এগুলো দেখার দায়িত্ব থাকলেও তারা কোন খোঁজই নেন না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় গেলে দেখা যায় এমন চিত্র দেখা যায়। এদিকে শুষ্ক মৌসুমে মৃতপ্রায় যমুনা নদীতে অসংখ্য কোল (জলাধার) তৈরি হয়েছে। এসব কোলে স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়ে মাছ চাষ করেছেন। মৎস্য ও যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত 'মৎস্য খামার' নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে মাছ ধরতে নিষেধও করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জেলে বলেন, স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নদীর বেশ কয়েকটি কোলে সাইনবোর্ড লাগিয়েছেন। তাদের লাগানো সাইনবোর্ড এলাকায় আমাদের মাছ ধরার কোনো সুযোগ নেই। তবে তিনি ওই প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ না করে বলেন, নদীতে মাছ ধরে আমরা আর সংসার চালাতে পারছি না। শুষ্ক মৌসুমে যমুনায় পানি না থাকায় এমনিতেই আমরা জাল ফেলার পানি পাইনা। অথচ নদীর কোল এভাবে তারা দখলে নিয়ে মাছ চাষ করছেন।
এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, নদীতে সাইনবোর্ড টাঙ্গিয়ে মাছের খামার করার কোন সুযোগ নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, যমুনা নদীতে সাইনবোর্ড টাঙ্গিয়ে মাছ চাষ করার বিষয়টি আমার জানা নেই। তবে এ ঘটনায় জরুরিভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
মানবকণ্ঠ/এসআর
Comments