Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। দেশের রাজনৈতিক পালা-বদলের পর এবার নতুন কিছুরই প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হতে দেখা যাচ্ছে না! বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো ফের বিতর্কের জন্ম দিল।

বিপিএল একদিন পরই শুরু চট্টগ্রাম পর্ব। তার আগে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। কিন্তু দলটির পক্ষ থেকে গণমাধ্যমে জানােনো হয় তাদের সেই অনুশীলন বাতিল হয়ে গেছে। সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল পৌনে দশটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল।

কেন বাতিল এটা খোঁজ নিতেই গিয়েই জানা গেল-পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন রাজশাহীর ক্রিকেটাররা। জানা গেছে-ক্রিকেটারদের দাবির পর দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেন স্থানীয় ক্রিকেটারদের। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা এবার অনুশীলনে না নেমে প্রতিবাদ জানালেন। 

নাম প্রকাশ না করার শর্তে দলটির এক ক্রিকেটার জানান- বিপিএলের দুই পর্ব শেষ হয়ে গেলেও এখনো কোনো টাকা পাননি দলটির খেলোয়াড়রা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিলেন তারা। এমন কী দলের বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলে সূত্রটি নিশ্চিত করেছে।

যদিও এমন অভিযোগের পর রাজশাহীর টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অনুশীলন বাতিল হওয়ার কারণ হিসেবে বিশ্রামের কথা বলা হয়েছে। অবশ্য এর আগেই বিসিবির কাছেও পারিশ্রমিকের প্রসঙ্গটা তুলেছিলেন গণমাধ্যম কর্মীরা। তখন বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয় বিষয়টির মীমাংসা করবেন তারা।

চলতি বিপিএলে রাজশাহী ৬ ম্যাচে মাত্র দুটিতে জয় তুলে নিয়েছে।

মানবকণ্ঠ/আরআই