Image description

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রায়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়িতে পূর্ব বিরোধের জেরে সরকার প্রদত্ত বীর নিবাস ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে  উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পাছপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এসময় প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

জানা যায়, কয়েক বছর পূর্বে স্থানীয় এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আজাদ হোসেনের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গ্রাম্য শালিসে জনৈক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর জের ধরেই হামলা চালিয়ে থাকতে পারে বলে অভিযোগ এলাকাবাসীর।

প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে ও ছেলেরা অভিযোগ করে বলেন, সম্প্রতি দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেই সুযোগকে কাজে লাগিয়ে মঙ্গলবার দুপুরে আলহাজ্ব নামে এক ব্যক্তির নেতৃত্বে গোলাম, লিটন, রহমত, ফখরুল, কালু, লাভলু, বাবলু, নায়েব, আকতার,
আজাদ ও রহিমসহ ২০/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে দেয়া সরকারি বীর নিবাসে হামলা চালায়। এসময় তারা বাড়ির সদস্যদের সরিয়ে দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং  ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের ফালার আঘাতে পরিবারের একটি শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। পরে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এই ঘটনায় আমরা সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই। দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবারটি।

হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য মূল অভিযুক্ত আলহাজ্বের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। এসময় দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে তালা দিয়ে তারা গা ঢাকা দিয়েছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। এব্যপারে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে অভিযান অব্যাহত আছে।

মানবকণ্ঠ/এসআর