Image description

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু পরে এই অনুশীলন বাতিল করা হয়। 

রাজশাহীর স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার জানিয়েছেন, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি তারা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানিয়েছিলেন সেই ক্রিকেটার।

তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারিশ্রমিকের সঙ্গে অনুশীলন না করার কোনো সম্পর্ক নেই। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ বলেন, ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।

বুধবার সন্ধ্যায় গণমাধমের মুখোমুখি হয়ে জায়েদ বলেন, ‘আমরা তাদের বিশ্রাম দিয়েছি। পেমেন্টের কোন ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’