Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামি দলগুলোর ঐক্যের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে আমাদের আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা আশা করি ইসলামি সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারব। সেই সঙ্গে আগামীর বাংলাদেশে আরও বৃহত্তর ঐক্যের আশা করছি। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলাধীন আলীনগর ইউনিয়নে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসার ছাত্রদের হাদিসের দারস প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো বিগত দিনে নানা কারণে জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছে তাদের সকলের ঐক্যবদ্ধভাবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করা প্রয়োজন। অন্যথায় সেই পুরোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হলে সকলের জন্য অশনি সংকেত হবে। 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার নিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রয়েছে। সংবিধানের যে জায়গাগুলোতে বাংলাদেশের স্বকীয়তা এবং বিশেষ করে ভারতের আগ্রাসন মোকাবিলায় আমাদের সংবিধানে যে নিরাপত্তা বলয় ছিল তার মধ্যে কিছু মূল কথা সংবিধান থেকে পরিবর্তন করা হয়েছিল। সেগুলো যেন যথাযথ ও শক্তিশালীভাবে বহাল থাকে এবং পুনর্বহাল করা হয়। যেমন সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকা, সংবিধানে সকল কাজে আল্লাহর ওপর বিশ্বাস সকল কাজের মূল ভিক্তি হওয়া, রাষ্ট্রধর্ম ইসলাম- এ বিষয়গুলো বহাল হওয়া।

মামুনুল হক বলেন, সংবিধানে ধর্ম নিরপেক্ষতার যে মূলনীতি রয়েছে আমরা মনে করি এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থি। এটি ভারতীয় সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। এটি যেন বাতিল হয়। সেই সঙ্গে কেউ যাতে বাংলাদেশে  ইসলাম, কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করে কার্যকর করতে না পারে সেজন্য সংবিধানে একটি ধারা যুক্ত করার দাবিও জানান তিনি।