নিজ বাড়িতে ছুরিকাঘাত করা হয় সাইফ আলি খানকে। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত। তাকে রাখা হয়েছে আইসিইউতে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেয়া হতে পারে সাইফকে।
আলী খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে জানানো হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তাঁর দেখভাল করছেন।’ বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। তার সঙ্গে থাকে অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং তাদের দুই সন্তান। সেই বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন।
Comments