Image description

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সংলাপে যাচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতোমধ্যে বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সংলাপে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সার্বিক বিবেচনায় সিপিবি’র পক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না বলে জানান সিপিবি সাধারণ সম্পাদক।
 
তিনি বলেন, ‘আজ ১৬ জানুয়ারি ২০২৫, দুপুর একটা ২৯মিনিটে মোবাইল ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে, ‘আগামীকাল বিকাল ৪ ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে, খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সাথে ঘোষণাপত্র পাঠানো হয়।’ আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকালের নয়, আজ ১৬ জানুয়ারি বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।’

সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স জানান, খুদে বার্তায় আমরা আমন্ত্রণকারিকে জানিয়েছি, ‘উল্লেখিত বিষয়ে আমাদের পার্টিতে, আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটে এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে’ এতো অল্প সময়ে গুরুত্বপূর্ণ এসব কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়।

মানবকণ্ঠ/আরএইচটি