Image description

মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে অভিযান পরিচালনা করে  ৯৫ কেজি  জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় জাটকা বিক্রির দায়ে দুই  মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর আহমদ ও মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এই অভিযান পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল এবং  ইউনিয়নের মোশারফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন,  দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন,  ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।

মানবকণ্ঠ/এসআর