Image description

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা উৎক্ষেপণের কয়েক মিনিট পর ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের পর জটিলতার কারণে স্টারশিপের উপরের অংশ হারিয়ে গেছে বলে জানিয়েছে ।

তবে সুপার হেভি বুস্টার পরিকল্পনামতো উৎক্ষেপণস্থলে ফিরে আসায় নিয়ন্ত্রণ কক্ষের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্পেসএক্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, উৎক্ষেপণ চলাকালে স্টারশিপ একটি অপ্রত্যাশিত কারিগরি সমস্যার সম্মুখীন হয়। আজকের পরীক্ষার ডেটা বিশ্লেষণ করে সমস্যার মূল কারণ বোঝার চেষ্টা চলছে।

স্পেসএক্স আরও জানায়, এ ধরনের পরীক্ষায় সাফল্যের মানে হলো শেখা এবং আজকের ফ্লাইট স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা অযাচাইকৃত ভিডিওতে রকেটটিকে আগুনে বিধ্বস্ত হতে দেখা গেছে। এছাড়া, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আকাশে আগুনের বল উড়তে দেখার খবর পাওয়া গেছে। 

ইলন মাস্ক এক্স-এ পোস্টে বলেছেন, সাফল্যের নিশ্চয়তা নেই, তবে বিনোদন নিশ্চিত!