Image description

ধ্বংসযজ্ঞের ১১তম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাতাসের গতিবেগ কমতে থাকায় ও দমকলকর্মীদের অব্যাহত চেষ্টায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এখনও জ্বলতে থাকা দাবানল। তবে আবহাওয়ার পূর্বাভাস আবারও কপালে ভাঁজ ফেলছে ক্যালিফোর্নিয়াবাসীর।

আগামী সপ্তাহের শুরুতেই আরও এক দফা সান্তা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বাসিন্দাদের আরও এক সপ্তাহ ঘরবাড়ি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

দাবানলে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২৭-এ দাঁড়িয়েছে। দাবানলের সূত্রপাতের কারণ হিসেবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্রসহ সম্ভাব্য দেড় শতাধিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো। 

দাবানলে এখনও জ্বলছে প্যালিসেডস, ইটন ও অটো ফায়ার। ইটন ফায়ারের প্রভাবে পার্শ্ববর্তী পাসাডেনা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আলজাজিরা।

মানবকণ্ঠ/আরআই