অনেক দিন ধরেই আলোচনায় ছিল মেয়েদের বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একাধিকবার জানিয়েছিল তাঁদের বিবেচনায় আছে এটি। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে পরিকল্পনা। মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।
চলমান বিপিএল শেষেই মেয়েদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
গতকাল চট্টগ্রামে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নাজমুল আবেদীন। সেখানেই তিনি জানান, তিনটি দল নিয়ে মেয়েদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে। যার নাম হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।
নিগার সুলতানা জ্যোতিদের অনেক দিনেরই চাওয়া ছিল মেয়েদের একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। কবে সেই টুর্নামেন্ট আয়োজন হবে তা জানিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন বলেন, ‘তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের মধ্যে।’
Comments