বিদ্যমান দুটি গ্রুপের উত্তেজনার মধ্যেই গাজীপুরের টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরইমধ্যে ইজতেমা সফল ও সার্থক করার জন্য সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবীরা ময়দানে কাজ করছেন।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। ১৬০ একর জমি বিস্তৃত ময়দানে চলছে জোর প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা এখানে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কাজ করছেন। চটের শামিয়ানা টাঙ্গানো, খুঁটি পোঁতা, মাইক লাগানোসহ নানা কাজ করছেন তারা।
এ ছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংস্থা ওযু, গোসল ও পয়ঃনিষ্কাশনের জন্য পানি সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, রাস্তা সংস্কার ও মেরামতসহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল শুক্রবার ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করা হবে।’
আগামী ৩১ জানুয়ারি তাবলীগ জামাতের জোবায়ের অনুসারীদের ইজতেমা শুরু হবে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এর পর সাদপন্থীদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আর এর মাধ্যমে এবার শেষ হবে বিশ্ব ইজতেমা।
Comments