রাজধানীর হাজারীবাগের একটি মহিলা হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পুষ্পা জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগের রোড ৭/
বাসা নম্বর ৯১ এর মহিলা হোস্টেলে থাকতেন।
নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, পুষ্পা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের মহিলা হোস্টেলের একটি রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন তিনি। পরে অন্যান্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় পুষ্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করে আমরা মৃত্যুর কারণ জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Comments