Image description

বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও শিশু সন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সেনা সদস্যের স্ত্রী। এছাড়া গুরতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে সেনাসদস্য ও তার শিশু সন্তানকে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও ছেলেসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাস এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

এই দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স করপোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

এতে আরও জানানো হয়, দুর্ঘটনার জন্য সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/এসআরএস