Image description

স্বামী অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার বিষয়ে সম্প্রতি বান্দ্রা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তাঁদের বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বয়ান রেকর্ড করা হয়েছে। 

বান্দ্রার অ্যাপার্টমেন্টে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সাইফকে উপর্যুপরি ৬ বার ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে কারিনা জানিয়েছেন, আক্রমণকারী ‌‘খুবই আগ্রাসী’ ছিল এবং ঘটনার সময় সাইফকে একাধিকবার আক্রমণ করা হয়েছিল। তিনি বলেন, ‘আক্রমণকারী কিছুই চুরি করেনি। ছোট ছেলে জাহাঙ্গীরকে (আলি খান) বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ এবং আক্রমণকারী তার কাছে ভীড়তে পারেনি।’

তিনি আরও বলেন, ‘সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ।’ 

কারিনা জানান যে, হামলার পর তিনি তাঁর বোন কারিশমা কাপুরের বাড়িতে গিয়েছিলেন। বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম, তাই কারিশমা আমাকে তার বাড়িতে নিয়ে গেল।’

সাইফের ওপর হামলার পর একটি বিবৃতি দিয়েছেন কারিনা। গোটা দিন দুশ্চিন্তায় কেটেছে জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর, গুজব ছড়াবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় দেবেন।’

শেষে তিনি বলেন, ‘এই বিপদে আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমি আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই।’