Image description

দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোন ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‌‘আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি, এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা।বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে, শীঘ্রই চাপাইনববগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি সমাধান হবে। আগে কিছুটা ছাড় দেয়া হলেও, এখন সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না।’ 

এ সময় উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেয়ার কথা বলেন তিনি। পাশাপাশি তাদেরও কোন দূর্নীতি আছে কি না, তাও দেখার জন্য সাংবাদিকদের আহ্বান করেন উপদেষ্টা

মানবকণ্ঠ/আরআই