২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩১০ জন। এই আত্মহত্যার প্রায় ৬১ শতাংশ ছিল নারী। এ মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। ২০২৩ সালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা করেছিল ৫১৩ জন। ২০২২ সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৫৩২ জন।
বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৮ জানুয়ারি ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’ বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।
আঁচল ফাউন্ডেশনের ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট’ এর সদস্যরা প্রতি বছর জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে। এ বছরে আঁচল ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যার প্রবণতা নারীদের মধ্যে তুলনামূলক বেশি। সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সায়েদুল ইসলাম সায়েদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. জামাল উদ্দীন, আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফল জামির এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব তানসেন রোজ।
আঁচল ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭.৭৪ শতাংশই বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষার্থীর হার ৬৫.৪৬ শতাংশ।
Comments