Image description

সিরাজগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের দায়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার চারদিন পর গ্রেফতার হলেন জুয়েল রানা নামে এক বিএনপি নেতা। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে র‍্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

জুয়েল রানা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, চৌহালী থানায় তার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা রয়েছে। এই মামলায় রোবার তাকে গ্রেফতার করে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গত ১৩ জানুয়ারি একটি মামলা করেছিল। এই মামলার পর থেকেই আসামি জুয়েল রানা পলাতক ছিল। আজ র‍্যাব গ্রেফতারের তাকে থানায় হস্তান্তর করেন। এরপর আমরা তাকে আদালতে পাঠিয়েছি।

উল্লেখ্য গত ১৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা ওই পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে (জুয়েল রানা) প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

মানবকণ্ঠ/এসআর