Image description

দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক শোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার বিকেলে অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আই তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার (আতোয়ার শিকদার) বক্তব্য ‘চ্যানেল আই’-এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে।

একজন সম্মানিত অতিথির সঙ্গে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’-এর সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এদিকে আতোয়ার শিকদারকে অব্যহতি দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন আলোচিত সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। চ্যানেল আইয়ের ওই কর্মীকে অব্যাহতি দেওয়ার পরপরই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে সাকাফি বলেন, ‘আতোয়ার শিকদার ভাইয়ের চাকরি চলে গেছে। কিন্তু এখানে আদৌও তার কোনো দোষ ছিল? আমি কি আতোয়ার ভাইকে নিয়ে কথা বলেছি নাকি সিস্টেমটা নিয়ে কথা বলেছি? আমি আতোয়ার শিকদার ভাইয়ের সঙ্গে আছি। ঊর্ধ্বতন কারো কমান্ড পালনের জন্য তিনি চাকরি হারাতে পারেন না।’

মানবকণ্ঠ/এসআরএস