কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ।
নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদ এর ছেলে।
হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বাই সাইকেলযোগে রওনা করেন বেলাল হোসেন। পথিমধ্যে মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেলসহ তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়ে যান। এই সময় তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
মানবকণ্ঠ/এসআর
Comments