Image description

ট্রাকচালকের কাছ থেকে চা খাওয়ার জন্য ২০০ টাকা নেয়ার অভিযোগে ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপপরিদর্শক (এসআই) শুক্কুর ও কনস্টেবল জাহিদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

শহরের পশ্চিম ডাক্তার পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমাম রিজভী বলেন, সোমবার সকালে আমি ঢাকা চলে যাব। তাই রাতে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বসে দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়াল। এসময় সড়কে পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাকচালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে আমি ও আমার বন্ধুরা অটোরিকশাচালককে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। 

একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন, পুলিশের কথামতো তিনি ট্রাকচালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে দুইশ টাকা নিয়েছেন।

রিজভী আরও বলেন, একপর্যায়ে স্থানীয় জনতা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তাদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাঁদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/এসআর