পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০জানুয়ারি) বেলা সারে তিন টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং ছেলে নাভিল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নেছার চৌকিদার ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাঁদের ঘরে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় এই দম্পতিসহ তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ। পরে ওই দম্পতি ও তার ছেলেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি মাদকসহ গ্রেফতার নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিল।
মানবকণ্ঠ/এসআর
Comments