Image description

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে খিলগাঁও, বাসাবো ও সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়।  সোমবার (২০ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ও তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর সহযোগিতায় এসব অভিযান চলে।

তিতাস জানিয়েছে, অভিযানে খিলগাঁও তিলপাপাড়ার ঝিলপাড় মসজিদের পাশে তিনটি বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ৬০টি ডাবল বার্নার চুলার ১ হাজার ২৬০ সিএফটি গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে এবং ছয়টি ডাবল বার্নারের চুলা জব্দ করা হয়েছে।

এদিকে রাজধানী সবুজবাগে ‘শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি ঘণ্টায় ২০০ সিএফটি গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল বলেও জানায় গ্যাস কোম্পানিটি। অভিযানে অবৈধ এই সংযোগেরও সার্ভিস লাইন ডাউন করে ‘কিল করা’ হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

এ ছাড়াও এদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আরেকটি অভিযানে আশুলিয়ার আওতাধীন সুরাবাড়ি, গাজীপুরের কাশিমপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।

এই অভিযানে চারটি স্পটে প্রায় ২ কিলোমিটার লম্বা বিতরণ লাইন ও ৬০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট এমএস পাইপ, ১ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট প্লাস্টিক পাইপ ও ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট এমএস পাইপসহ মোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলন করে অপসারণ করা হয়েছে।