Image description

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন।

দেশটির বোলু পর্বতের চূড়ায় কার্তালকায়া স্কি রিসোর্টের হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলেছে, রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলের ১২ তলায় মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পোড়া ভবনের নিচে অবস্থান করছে। এ সময় হোটেলের বিভিন্ন তলার জানালায় বিছানার চাঁদর বেঁধে ঝুলিয়ে পালানোর চেষ্টা করেন অতিথিরা।