মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় ১১০ বোতল ফেনসিডিলসহ এনামুল দর্জি (৪২) নামে মাদক ব্যবসায়ী চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি। সোমবার বিকালে সদর উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এইগুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (ওসি) কে.এম. রাকিবুল হুদা।
গ্রেপ্তারকৃত আসামি এনামুল সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইব্রাহীম দর্জির ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা প্রকাশ্যেই মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল এনামুল দর্জি। মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে এসেছে এনামুল। পরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫), সুমন দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই তিন সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) কে. এম রাকিবুল হুদা বলেন, এনামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে নতুন একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।
মানবকণ্ঠ/এসআর
Comments