ঢাকার সাভারে ডেইরি ফার্মের ভিতর থেকে মাহফুজুর রহমান রাজু (৪৫) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে ডেইরি ফার্মের মাঠে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দিলে তারা সেটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত মাহফুজুর রহমান রাজু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পৃর্বচৈতা গ্রামের আতাহার সিকদাটের ছেলে।
ডেইরি ফার্মের শ্রমিকরা জানান, মাফুজুর প্রায় ছয় মাস ধরে অস্থায়ী চুক্তিতে খামারে চাকরি করতেন। গতকাল খামারে কাজ শেষে মাফুজুর আর বাসায় যায়নি। পরে আজ সকালে শ্রমিকরা কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় মাফুজুর রহমানের মরদেহ দেখতে পান।
আশুলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবং গলাসহ দেহের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, পুলিশের কয়েকটি টিম হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য কাজ করছেন। দ্রুতই আসামি চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments