মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১০ দিন পরে ফজিলাতুন্নেছা (৭০) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শিবচরের উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফজিলাতুন্নেছা একই এলাকার মৃত আবদুর রহমান আকনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত ১২ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি থেকে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য পাশের ছোট কুতুবপুর বাজারে যায় ফজিলাতুন্নেছা। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়। বিকেলে স্থানীয়রা বাগানে পাতা আনতে গেলে একটি বস্তার মুখ রশি বাঁধা অবস্থায় দেখলে সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়া ক্রাইমসিন ও পিবিআই’র সদস্যদের সহযোগিতায় দ্রুত অপরাধীদের শনাক্তও করা হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments