Image description

পটুয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ মিজানুর রহমান লাল মিয়া নামে এক যুবদল নেতা বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় দুমকী  উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে ব্যর্থ হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে  জানান মামলার বাদী । তবে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান তিনি অভিযোগ পাননি।

মামলার বাদী মুদি ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন জানান, যুবদল নেতা লাল মিয়া ও তার সহযোগীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় লাল মিয়া, সাবু ও সাইফুলসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা এলোপাথাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, লাল মিয়ার পরিবার পূর্বে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপিতে যোগ দিয়ে প্রভাব বিস্তার শুরু করে।

অভিযুক্ত মিজানুর রহমান লাল মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেল্লাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। সামান্য ঝামেলাকে কেন্দ্র করে তিনি মিথ্যা নাটক সাজিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হলেও তারা আদালতের আশ্রয় নিয়েছে।

মানবকণ্ঠ/এসআর