Image description

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ২ টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনে বন্ধ থাকা ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্ত্র বিতান, লাইব্রেরি, জুতা,ইলেকট্রনিকস - হার্ডওয়্যার গুদাম ঘরসহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক কমল কৃষ্ণ রায় বলেন, কয়েক দিন আগে ২ লক্ষ টাকার মাল তুলেছি । গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে খাওয়ার পর ঘুমিয়ে যাই। পরে মধ্যরাতে একজন কল দিয়ে বলল আমার দোকানে আগুন লেগেছে তারপর ছুটে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার)মহরম আলী বলেন, গতকাল রাতে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে প্রায় দুই ঘণ্টা আমাদের দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হতে পারে।

মানবকণ্ঠ/এসআর