Image description

চট্টগ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।  শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে  রাউজান উপজেলার আছদ আলী মাতুব্বরপাড়ায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নোয়াপাড়ার নিরামিষপাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে।

নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১টার দিকে মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামাজ আদায়ের উদ্দেশে ম্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা আছদ আলী মাতব্বরপাড়ায় পৌঁছালে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করেন। এতে জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত বলা যাবে।

মানবকণ্ঠ/এসআর