
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পক্ষ। সোমবার(২৭ জানুয়ারি) রাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জি কে ওমর।
লিখিত বক্তব্যে বলা হয়, রোববার ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের কমিটি প্রকাশ করা হয়েছে। শহরে যারা আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন, তারা কমিটিতে উপেক্ষিত হয়েছেন।
কমিটি প্রকাশ হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিনিধির টিম লিডার লুৎফর রহমানকে ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি এবং অন্য প্রতিনিধিদের জানানো হয়েছিল উল্লেখ করে বলা হয়েছে, ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ না করে অনেকে বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটিয়েছে। থানায় দুটি অভিযোগও দায়ের করা হয়েছে। এর পরও প্রতিনিধি টিম লিডার কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তাদের কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কমিটিতে বিভিন্ন সংগঠনের পদধারী নেতাদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনায় নেবেন। বিতর্কিত লোকদের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে তারা উল্লেখ করেছেন।
মানবকণ্ঠ/এসআর
Comments