আর কোনো আলোচনা নয়, শুধু ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা : আমিনুল ইসলাম
আর কোনো আলোচনা নয়, শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় আছেন বলে জানান তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯ টার দিকে 'তিতুমীর ঐক্য' নামের একটি ফেসবুক গ্রুপে ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি ছাত্র-জনতাসহ সবাইকে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে একাত্মতা পোষণ করতে আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, অস্তিত্বের প্রশ্নে এক চুলও ছাড় দেয়া হবে না। যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের জন্য আমার ভাইয়েরা রাতের পর রাত জেগে বসে আছে এখন পর্যন্ত এক ফোঁটা পানিও গ্রহণ করেননি,তাদের কষ্ট আপনি অনুধাবন করুন। রাষ্ট্র সবসময় চাটুকারদের দখলে ছিল,এখনো আছে। এই চাটুকারদের দখল থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে এবং আমাদের দাবি আদায় করে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় স্বীকৃতির প্রশ্নে কোন আপস হবে না জানিয়ে আমিনুল আরও বলেন, প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের স্থল ও রেলযোগাযোগ বন্ধ করে দিতে হবে,তবুও আমাদের দাবি আদায় করে নিতে হবে। আমরা আপোষে অনেক কিছু করেছি। কিন্তু তারা আলোচনার নামে আমাদেরকে মুলা ঝুলিয়ে দিতে চায়। আমরা এখন আর আলোচনার জন্য প্রস্তুত নই,আর কোন আলোচনা নয়। এখন শুধু ঘোষণা আসার বাকি, অচিরেই তিতুমীর বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে এবং সকল কার্যক্রম শুরু করতে হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments