Image description

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরিরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে বাকি দুইজনের মরদেহও উদ্ধার করা হয়। 

নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থী হলেন- রাফিন, কৃষ্ণ নিয়োগী ও সারজিস ইসলাম। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শনিবার সিরাজগঞ্জের কালেক্টর স্কুলের নবম শ্রেণির ছাত্র কৃষ্ণ নিয়োগী ও তার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে বন্ধু  জারিফের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তাঁদের মধ্যে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে। পরে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পেতে সময় লাগে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাফি নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে আর আজ বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

মানবকণ্ঠ/এসআর