Image description

ফরিদপুরের সালথায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়কের ওপর থেকে অটোরিকশা ছিনতাইকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুর থানার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আ. আজিজ মোল্যা (৩৫) ও একই উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামের আহাদ আলীর ছেলে রকিবুল (২৩)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, শনিবার রাতে অটোরিকশা ছিনতাই করার সময় মেম্বার গট্টি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মানবকণ্ঠ/এসআর