Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ঘটনার বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম।  

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে শুনেছি।

তবে কলেজের ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ। তিনি জানান, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।