Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর প্রেডিকটিং রেটিনাল ডিজিজ, স্ট্রোক, অ্যান্ড হার্ট অ্যাটাক: এ পাথওয়ে ফ্রম কনসেপ্ট টু ক্লিনিক্যাল সেটিংস" শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "বর্তমানে এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আজকের আলোচক এআই-এর স্বাস্থ্যসেবায় প্রয়োগ নিয়ে কথা বলবেন। তবে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় নিতে হবে—এআই যুগে শিক্ষাব্যবস্থা কেমন হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি কীভাবে পরিবর্তিত হতে পারে।"

তিনি আরও বলেন, "চ্যাটবটসহ এআই প্রযুক্তি এখন বহু ভাষায় পারদর্শী এবং বিশাল তথ্যভাণ্ডার ধারণ করতে সক্ষম। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ হয়তো এমন একটি শিক্ষা মডেল তৈরি করবে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। সুতরাং, এআই-এর বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়েও গভীরভাবে চিন্তা করতে হবে।"

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের অংশ হয়ে উঠছে, তবে এর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে মানুষই প্রযুক্তিকে পরিচালিত করবে, প্রযুক্তি মানুষকে নয়।"

তিনি আরও বলেন, "পরিবেশ ও মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন, যা এআই-এর মাধ্যমে আরও কার্যকরভাবে সম্পন্ন হতে পারে।"

সেমিনারের মূল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান HealthScreen Inc.-এর প্রধান বিজ্ঞানী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আলাউদ্দিন ভূঁইয়া।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সম্ভাবনাময় পরিবর্তন নিয়ে আলোচনা করেন, বিশেষ করে চোখের রোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাক নির্ণয়ের উন্নত পদ্ধতি নিয়ে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি, চিকিৎসা খাতে এআই ব্যবহারের কৌশল, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, আদান-প্রদান ও নিরাপত্তা সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন। তিনি নতুন উদ্যোক্তা ও গবেষকদের জন্য এআই খাতে অর্থায়নের কৌশল সম্পর্কেও আলোচনা করেন।

কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের শিক্ষার্থী কারিশমা মেহজাবিন।

মানবকণ্ঠ/এসআর