মুক্তাগাছায় নিখোঁজের নয়দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টায় উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের এক সরিষা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো: মিরাজ (১৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী মো: রিফাত (১২) উপজেলার মির্জাকান্দা গ্রামের মো: মফিজুল ইসলামের ছেলে। সে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি মাঝে মাঝে সে ভাড়ায় অটোভ্যান চালাতো।
জানা যায়, গত ২৭ জানুয়ারি রিফাত তার ভাড়া অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এরপর গত ২৯ জানুয়ারি রিফাতের বড় ভাই আরিফ হোসেন মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মুক্তাগাছা থানা পুলিশ ঘটনায় জড়িত উপজেলার জয়রামপুর এলাকার মো. সাহেদের ছেলে মো. মিরাজ (১৭) কে সোমবার রাত আনুমানিক তিনটায় পৌর এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়, জিডির প্রেক্ষিতে আমরা অনুসন্ধান শুরু করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মিরাজ (১৭) নামে একজনকে আটক করি। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে নরকোনা গ্রামের সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানায়, উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/এসআর
Comments