সারা বিশ্বে বলিউডপ্রেমীদের মাঝে রাজত্ব বলিউডের কিং খান শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে চলা তার রাজত্বের উত্তরাধিকার এবার দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের ওপর যাচ্ছে।
সুহানা ইতিমধ্যেই ‘দ্য আর্চিস’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। অন্যদিকে আরিয়ান খান বর্তমানে পরিচালক হিসেবে কাজ শুরু করছেন। আসছে তার পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এরই মধ্যে সোমবার মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে ছেলে আরিয়ানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর উদ্বোধন করেছেন শাহরুখ। সেখানে তিনি দর্শকদের অনুরোধ করেন, ‘আমার ছেলে আরিয়ান পরিচালনা দিয়ে বলিউডে পা রাখতে চলেছে।
সিনেমার জগতে যেন তার সন্তানদের ভালোবাসা দেওয়া হয় সেজন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছে শাহরুখ বিনীতভাবে অনুরোধ জানান।
তিনি বলেন, এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশও যদি আমার ছেলেমেয়েকে দেয়, সেটাই অনেক হবে।’ শুরু থেকেই ছেলের এই প্রজেক্টের পাশে আছেন শাহরুখ। নেটফ্লিক্সের অনুষ্ঠানে আরিয়ান, শাহরুখ ছাড়াও ছিলেন গৌরী খান ও সুহানা। তবে শোনা যাচ্ছে, এই সিরিজের প্রচারে থাকবেন না আরিয়ান। ইতিমধ্যেই নেটফ্লিক্সকে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো সাক্ষাৎকারও দেবেন না। অনুষ্ঠানেও শুধু রেড কার্পেটেই দেখা গেল আরিয়ানকে, মঞ্চে ওঠেননি তিনি।
মানবকণ্ঠ/আরআই
Comments