গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলাধীন আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে কালীগঞ্জ থেকে একটি পিকআপ সবজি বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পিকআপটি আজমতপুর এলাকার নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে৷ পরে স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলমান।
মানবকণ্ঠ/আরআই
Comments