![Image description](https://manage.manobkantha.com/files/img/202502/b07d2a399f345ce0a9a9dc6f309b4258.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে শেখ মুজিবুর রহমানের নামের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ব্যাপারে অসন্তোষ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে, স্থানীয় সময় রাত ১২টার দিকে, বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থান থেকেও শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে।
এই ঘটনা ঘটার পেছনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজের ক্ষোভের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি এমন, যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন না করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না।’
অন্যদিকে, ওই কর্মকর্তা আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই, তবে তাঁর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যার মাধ্যমে দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসেছেন যে, এখন আর আমাদের কিছুই করার নেই। যদি সবাই নাম পরিবর্তনের দাবি তোলে, তাহলে হয়তো আমাদেরও সেই পথে হাঁটতে হবে।’
এটি স্থানীয় সময় রাত ১২টার দিকে ঘটেছে, যখন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং সুধাসদনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।
মানবকণ্ঠ/এসআরএস
Comments