Image description

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন "জান্নাতি প্যালেস"-এ আবারো ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় ওই বাড়িতে ভাংচুর ও আগুন দেয় শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার রাতে মাইকে ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ডুপ্লেক্স বাড়িতে গিয়ে ভাংচুর করে। এ সময় বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন দেয়। পরে মিউজিকের সঙ্গে নাচতে দেখা গেছে তাদের। এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন।

উল্লেখ্য, গত (৫ আগস্ট) সোমবার বিকেলে শহরের কান্দিভিটুয়া এলাকায় সাবেক সংসদ সদস্য শিমুলের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘খবর পেয়েছি, তবে ওই বাড়িতে কিছুই নেই এবং বাড়িতে কেউ থাকছে না।’

মানবকণ্ঠ/এসআরএস