Image description

চ্যাম্পিয়নস ট্রফিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী শনিবার থেকে।  চারদিন ব্যাপী এই ক্যাম্প শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের।

জানা গেছে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির আগে বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।

আইসিসি মেগা ইভেন্টে ‘এ’-তে থাকা বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

দুবাই রওনা দেয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।

মানবকণ্ঠ/আরআই