অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমর্থনেই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ডাকসুর সাবেক ভিপি নূরের বরাত দিয়ে এমনটাই জানায় বিবিসি বাংলা।
ধানমন্ডি ৩২শে সৃষ্ট অস্থিরতা উপদেষ্টাদের সমর্থনেই হয়েছে উল্লেখ করে প্রতিবেদন অনুযায়ী নূর বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভেতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে। বরং সরকারের উপদেষ্টাদের কারও কারও ফেসবুকে লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। এখানে মনে হয় সরকারের ভেতর থেকে সমর্থন রয়েছে।
অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার কারনেই এমন নৈরাজ্য তৈরি হয়েছে মন্তব্য করেছেন নুরুল হক নূর। তিনি বলেন, সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেয় তাহলে দেশে তো নৈরাজ্য তৈরি হবেই। সরকারের ভেতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা – এটা তো সরকারের ভেতরের সমর্থন ছাড়া হওয়ার কথা না।
মানবকণ্ঠ/এসআর
Comments