Image description

প্রথমবারের মতো বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে বৃহস্পতিবার সকালে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ এমটি ডলফিন-১৯। পানামা পতাকাবাহী জাহাজটি সাড়ে পাঁচ হাজার টন চিটাগুড় নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। পরে বন্দর কর্তৃপক্ষ ব্যান্ড (বাদ্যযন্ত্র) বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়।

জানা গেছে, গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে রওনা করে জাহাজটি। চিটাগুড়ের আমদানিকারক প্রতিষ্ঠান পিঅ্যান্ডপি ট্রেডিং।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমোডর শফিকুল ইসলাম, পিঅ্যান্ডপি ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আনোয়ারুল হক, জাহাজের ক্যাপ্টেন এনগুয়িন ট্রং পুংসহ বন্দরের কর্মকর্তারা স্বাগত জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হারবার মাস্টার কমোডর শফিকুল ইসলাম বলেন, ‘আজ মোংলা বন্দরের জন্য একটি বিশেষ দিন, আমার জন্যও বিশেষ দিন। পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করা হল। আগে ভারত থেকে চিটাগুড় আমদানি করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ভারত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। যার কারণে আমাদের খরচ বেড়ে গেছে। তাই পাকিস্তান থেকে অনেক কম দামে ও কম খরচে চিটাগুড় আমদানি করা শুরু হল। এই আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ এ সময় আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো মোংলা বন্দরে পাকিস্তানের জাহাজ ভেড়ায় বন্দর কর্তৃপক্ষ আনন্দিত। এই কারণেই জাহাজটিকে স্বাগত জানানো হয় বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে।

জানা গেছে, জাহাজের চিটাগুড় খালাস করে মোংলা ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধেন করা হবে। এরপর রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে সরবরাহ করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে যাবে।

মানবকণ্ঠ/আরআই