Image description

টলিপাড়ার পাওয়ার কাপল হিসাবে পরিচিত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের প্রেম রীতিমতো ঈর্ষায় ফেলবে অন্যান্য তারকা দম্পতিদের। 

একদিকে যখন টলিপাড়ায় ডিভোর্স-বিচ্ছেদের ছড়াছড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যাবে। দুই সন্তানের মা-বাবা হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসায় কিন্তু কোনও কমতি নেই।  গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। আর এইদিন রাতের পার্টিতে পরিচালক স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন শুভশ্রী। 

খুল্লাম খুল্লা ভালোবাসা প্রকাশ করার দিক থেকে রাজ-শুভশ্রীর জুড়ি মেলা ভার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে লিপ কিস-এর একাধিক ছবি তারা পোস্ট করে থাকেন। যা নিয়ে ট্রোল-সমালোচনা কম হয় না। 

এবারেও তার ব্যতিক্রম হল না। রাজের বার্থডে নাইটে তারকা দম্পতি তাদের আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই ছোট পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানেই দেখা গেল রাজ-শুভশ্রীকে কালো রঙের ম্যাচিং পোশাকে। 

বার্থডে পার্টি থেকে শুভশ্রী দুটো ছবি পোস্ট করেন। যেখানে একটা ছবিতে দেখা গেছে রাজের বহুলগ্না শুভশ্রী। আর একটি ছবিতে দেখা গেছে রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন রাজ-ঘরণী।

 এই ছবি পোস্ট হতেই যেমন প্রশংসা পেয়েছে টলিউড তারকাদের কাছে তেমনি ট্রোল করতে ছাড়েননি অনেকেই। কেউ লিখেছেন, ছিঃ ছিঃ। আবার কেউ লিখেছেন, দিদি এবং দাদা বলছি ওই অবধি থেমে থাকবেন না, এগিয়ে যান, মানুষ আপনাদের পেছনে আছে! আবার কেউ লিখলেন, কিস করলেই সম্পর্ক ভালো এটাই দেখাতে চায়।